ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের খবর। এখনকার ডিজিটাল যুগে, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার মানুষ ভারতীয় মিডিয়ার প্রভাব এড়াতে পারে না। বিনোদন থেকে রাজনীতি, তাদের সংবাদ প্রচার যেন এক অলিখিত চুক্তির মতো আমাদের জীবনের অংশ হয়ে গেছে। কিন্তু অনেক সময় দেখা যায়, এই প্রচার খুবই একপেশে, বিশেষত বাংলাদেশের বিষয়ক খবরের ক্ষেত্রে।
ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের খবর : একটি স্যাটায়ার
এই কার্টুনে দেখানো হয়েছে এক ব্যক্তি, যিনি বিদেশি চ্যানেল দেখার জন্য ডিশ অ্যান্টেনা সেট করেছিলেন। কিন্তু হতাশার বিষয় হলো, তিনি দেখেন সেই চ্যানেলেও বাংলাদেশ নিয়ে খবর প্রচার হচ্ছে—এবং তা আবার অযৌক্তিক ও পক্ষপাতদুষ্ট। কার্টুনের মজাদার উপস্থাপনায় ফুটে উঠেছে এক দিক: যেকোনো প্ল্যাটফর্মে বাংলাদেশের খবরকে যেভাবে চিত্রিত করা হয়, তা অনেক সময় নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে পক্ষপাতপূর্ণ।
আরো পড়ুন- ডক্টর মুহাম্মদ ইউনূসের আঁকা কার্টুন, দেখেছেন কি?
এটি বাস্তবতা যে, ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের বিষয়ক রিপোর্ট প্রায়ই রাজনৈতিক নাটক, সীমান্ত সমস্যা বা নেতিবাচক ঘটনাকে প্রাধান্য দেয়। তাদের মধ্যে বাংলাদেশের সংস্কৃতি, উন্নয়ন, এবং ইতিবাচক দিকগুলোর ওপর যথাযথ গুরুত্ব দেয়া হয় না।
কার্টুনের শেষ লাইন, “এই ডিশ তোর মাথায় ভাঙগুম!” আমাদের সামাজিক ক্ষোভের প্রতিচ্ছবি। এটি যেন আমাদের মধ্যে জমে থাকা হতাশার কথাই বলে, যেখানে আমরা ন্যায়সংগত ও ভারসাম্যপূর্ণ উপস্থাপনা আশা করি।
কার্টুন আঁকা শিখতে চান? আজই এনরোল করুন আমার কার্টুন কোর্সে। ক্লিক করুন।
Bangladesh in Indian Media: A Satirical Take
In today’s digital age, people in Bangladesh, like the rest of South Asia, cannot escape the influence of Indian media. From entertainment to politics, their broadcasts seem to have become an unspoken part of our daily lives. However, when it comes to covering Bangladesh, their portrayal often feels skewed or one-sided.
This cartoon illustrates a person who installed a satellite dish to watch foreign channels. To his frustration, he finds that even on these channels, news about Bangladesh dominates—and that too, presented in an absurd or biased manner. The humorous tone of the cartoon highlights a critical issue: the way Bangladesh is often depicted on various platforms lacks nuance and balance.
The reality is that Indian media frequently focuses on Bangladesh through the lens of political drama, border disputes, or negative events. Rarely do they highlight the country’s rich culture, achievements, or positive developments. This selective reporting creates a distorted image of Bangladesh for their audience.
The final line in the cartoon, “Break this dish over his head!” reflects the collective frustration of viewers. It’s a humorous yet pointed way of expressing the desire for fair and unbiased representation in media coverage.
আসুন পরিচিত হই | LET’S CONNECT!