হলের বিভিন্ন সমস্যা নিয়ে হুদার আঁকা একটি কার্টুনের মধ্যে ছিল একজন ডুবুরি ডালের গামলায় ডুব দিয়ে ডাল খুঁজে বেড়াচ্ছে। সারাদিন ধরে হলের ছাত্ররা হুমড়ি খেয়ে কার্টুনগুলো দেখেছে। সারা বিশ্ববিদ্যালয়ে খবর রটে গেল। হল প্রভোস্ট এতে বিব্রত হন। পরদিন আর কার্টুনগুলো খুঁজে পাওয়া গেল না। প্রভোস্ট জব্দ করেছেন। প্রভোস্ট পরে ডেকে …