রস+আলো’তে প্রকাশিত আমার প্রথম কার্টুন ২০১১

রস+আলো; প্রথম আলো পত্রিকার সোমবারের ফান ম্যাগাজিনে আমার প্রথম কার্টুনটি প্রকাশিত হয়। তারিখটি ছিল ২১ নভেম্বর ২০১১। সে বছর সারা পৃথিবীব্যপী নতুন সপ্তাশ্চর্যের তালিকা তৈরির জন্য ভোটগ্রহণ চলছিল।

রস+আলো

এতে বাংলাদেশ থেকে লড়ছিল কক্সবাজার সমুদ্র সৈকত ও সুন্দরবন। শেষ পর্যন্ত সুন্দরবন তালিকা থেকে বাদ পড়ে। সেটা নিয়েই পুলক এলাহী ভাইয়ের আইডিয়ায় এই কার্টুনটি এঁকেছিলাম।

রস+আলো ছাড়াও ২০২৩ সালে প্রথম আলো অনলাইনে প্রকাশিত আমার আঁকা কার্টুন প্রকাশিত হয়।

আসুন পরিচিত হই | LET’S CONNECT!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *